আরব বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থা মিসরে
আরব বিশ্বের দেশগুলোর মধ্যে নারী অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় মিসরে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। টমসন রয়টার্স ফাউন্ডেশনের করা ওই গবেষণায় বলা হয়, মিসরে নারীরা যৌন হয়রানি, খতনার নামে জননাঙ্গ ছেদন ইত্যাদি নিগ্রহের শিকার হচ্ছেন। রক্ষণশীল ইসলামি গোষ্ঠীগুলোর উত্থানের কারণে নারীর অধিকার লঙ্ঘন বেড়েছে। ৩৩০ জন বিশেষজ্ঞ আরব লিগের ২১ সদস্যদেশ এবং সিরিয়ার ওপর এই গবেষণা করেন। ২০১১ সালে আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে দেশগুলোয় নারী অধিকারের ওপর এই নিয়ে তৃতীয় দফা গবেষণা করল...
Posted Under : Health News
Viewed#: 21
আরও দেখুন.

